|
Date: 2024-03-27 15:20:16 |
বগুড়ার সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৪ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
২৭মার্চ (বুধবার) দুপুর ১২.৩০ ঘটিকায় থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক। মোবাইল কোর্ট পরিচালনাকালে সারিয়াকান্দি উপজেলার জামথল ঘাটে অবস্থিত যমুনা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ঘটনাস্থল থেকে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার আগলাচর গ্রামের নুরুল ইসলামের ছেলে বাকিউল্লা (২২), জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের মৃতঃ আসমান আলীর ছেলে দুলু মিয়া (২৮), দেওয়ানগঞ্জ উপজেলার ঢোপাদেওয়ান গ্রামের ওসমান আলীর ছেলে ফুলমিয়া ও একই উপজেলার মৃতঃ শাহ আলমের ছেলে আমজাদ হোসেন (২৬) কে আটক করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক জানান, আটককৃতদের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় মামলায় রুজু করে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভবিষ্যতেও অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি বাড়ানো হবে এবং অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
© Deshchitro 2024