|
Date: 2024-03-28 04:09:39 |
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরায় দৈনিক নাগরিক ভাবনা ও শেল্টার অ্যান্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া ও গুণীজনদের সম্মাননা প্রদান, এবং দুস্থ প্রতিবন্ধী হিজড়া দলিতদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়, অস্থায়ী কার্যালয় সঙ্গীতার মোড় লেকভিউ সড়ক ইনারা মঞ্জিল এর সামনে, মঙ্গলবার বিকাল (৪টায়) শুরু হয়, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, দৈনিক কালের চিত্র সম্পাদক, সম্মাননা ও ক্যারেস্ট প্রদান করা হয়, বিশেষ অতিথি কোহিনুর ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ সাতক্ষীরা, সম্মাননা ক্যারেস্ট প্রদান করা হয়, এসময় বলেন শেল্টারের যে সদস্যবিন্দু আছেন গরীব দুস্থ অসহায় এতিম প্রতিবন্ধী হিজড়াদের মধ্যে যে সদস্যরা আছেন তাদেরকে নিয়ে আমাদের একতাবদ্ধ থাকতে হবে আমরা তোমাদের পাশে আছি, ইফতার আয়োজন করায় সদস্যদের মধ্য ইফতার বিতরণ করেন অথিতিরা, এসময় সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি পরিচালনা করেন দৈনিক নাগরিক ভাবনা পত্রিকা সাতক্ষীরা জেলা প্রতিনিধি শেল্টার এন্ড ফাউন্ডেশনের কো অর্ডিনেটর মোঃ হাফিজুল্লাহ, সভাপতিত্ব করেন সহকারি কো-অর্ডিনেটর শেল্টার অ্যান্ড ফাউন্ডেশন ও ডি পি সি বাংলা টিভি স্টাফ রিপোর্টার মোঃ হাফিজ সাতক্ষীরা, উপস্থিত ছিলেন দৈনিক নাগরিক ভাবনা পএিকা দেবহাটা প্রতিনিধি রশীদুল আলম রশীদ, ভয়েস অব টাইগার সাতক্ষীরা প্রতিনিধি, সদস্য আব্দুল মুহিত, হাজী মোনায়েম হোসেন, তোফাজ্জল হোসেন, আবুল হাসান বাবু, আব্দুস সবুর, আলামিন হোসেন আদ্বুল হক ফিরোজ মাহমুদ মোঃ হারুন, সহ সংগঠনের সদস্যরা।
© Deshchitro 2024