নিজের মা’কে ভরণ পোষণ না করিয়া বাড়ী হইতে বাহির করিয়া দেওয়ার অপরাধে মোঃ আঃ জলিল  গ্রেফতার।

মোছাঃ খোদেজা(৫৭), স্বামী-মৃত আঃ বারেক, গ্রাম- বাঁশবাড়ী, উপজেলা/থানা- সরিষাবাড়ী, জেলা –জামালপুর ইং-২৭/০৩/২০২৪খ্রি. তারিখে থানায় আসিয়া জানান যে, তার একমাত্র ছেলে মোঃ আব্দুল জলিল(৪০) শ্যামের পাড়া ফিরোজা মজিদ উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক(নন এমপিও), তাকে ভরন পোষন না করিয়া বাড়ী হইতে বাহির করিয়া দেয়। মায়ের এরূপ অভিযোগের ভিত্তিতে ২০১৩ সনের পিতা-মাতার ভরণ-পোষণ আইন ৫(১)  ধারায় মামলা রুজু করিয়া  ছেলে মোঃ আব্দুল জলিল(৪০) কে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরন করা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024