নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ তাঁতবোর্ড বেসিক সেন্টারে শতাধিক তাঁতিদের মাঝে সোডিয়াম সালফেট এনহাইড্রোজ বিতরণ করা হয়েছে। গতকাল ২৮ মার্চ রূপগঞ্জ  তাঁতবোর্ড বেসিক সেন্টারে আয়োজিত বিতরণীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল ।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোঃ মাহমুদ হোসেন। অনুষ্ঠানে  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁত বোর্ডের মহা ব্যবস্থাপক (এসসিআর) কামনাশীষ দাস, রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী মেহমুদ মুরশেদ,  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল হাসান, রূপগঞ্জ রাজস্ব কর্মকতা এ এস এম মনিরুল ইসলাম, সহকারী রাজস্ব কর্মকর্তা বিকাশ কুমার, বাংলাদেশ তাঁত বোর্ড রূপগঞ্জ বেসিক সেন্টারের ভারপ্রাপ্ত  লিয়াজো অফিসার মোঃ রফিকুল ইসলাম,জাতীয় তাঁতি সমিতির সভাপতি মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,

ভুলতা ১নং ওয়ার্ড প্রাথমিক তাঁতি সমিতির সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন মোল্লাসহ আরো অনেকে। 

পরে তাঁতিদের মাঝে সোডিয়াম সালফেট এনহাইড্রোজ তুলে দেন অতিথি বৃন্দরা। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024