বরিশালে যোহরের নামাজ চলাকালীন জামে এবায়দুল্লাহ মসজিদে এসি বিস্ফোরণ হয় এ ঘটনাটি ঘটে বরিশাল নগরীর ব্যস্ততম সড়ক চকবাজার এলাকার জামে এবায়দুল্লাহ মসজিদের দ্বিতীয় তলায় আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে। এ ঘটনার টের পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে দ্রুত আগুন নিয়ান্ত্রে আনে তারা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিরা জানান, দুপুর দেড়টার দিকে মসজিদে নামাজ শুরু হলে দ্বিতীয় রাকাতে সময় হঠাৎ মসজিদের দ্বিতীয় তলায় ইমামের রুমে থাকা এসি বিকট শব্দ হয়ে বিস্ফোরণ হয়। এ সময় মসজিদে কাল ধোয়ায় আচ্ছন্ন হয়। পরে মুসল্লিরা নামাজ ছেড়ে নিচে নেমে আসেন। এতে কোনো মুসল্লি হতাহত হয়নি। তবে সকলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. সামসুল আলম বলেন, মসজিদের ওই এসি ছাড়া আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার সঙ্গে সঙ্গে মসজিদের বিদ্যুতের লাইন বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন মসজিদে নামাজ আদায় করতে পারব।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন জানান, খবর পেয়ে তাদের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে মসজিদের মুসল্লিদের মাধ্যমে এসি বিস্ফোরণের ঘটনা জানতে পেরেছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে মূল কারণ জানা যাবে।
বরিশাল কোতয়ালী মডেল থানা–পুলিশের সহকারী পুলিশ কমিশনার নাফিসুর রহমান বলেন, ‘জামে এবায়দুল্লাহ মসজিদে এসি বিস্ফোরণের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এখানে আমরা ফায়ার সার্ভিস সদস্যদের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তারা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024