|
Date: 2024-03-28 12:44:42 |
অন্যায়, অপরাধ ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে আসছে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা প্রশাসন। সরকারের সংবিধান রক্ষায় আইন মেনে চলার জন্য স্বাধীনতা দিবসের পরের দিন ২৭ ও ২৮ মার্চ ২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। কারাদ- ব্যতীত ২ দিনে ৪২ হাজার জরিমানা আদায় করেছেন তিনি। এই ব্যাপারে ডিপ্লোমেসি চাকমা জানান ২৭ মার্চ বিএসটিআই এর অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মেয়াদহীন খাদ্য দ্রব্য উৎপাদন এবং বাজারজাত করায় উপজেলার বরমা, সাতবাড়িয়া ইউনিয়ন অভিযান পরিচালনা করেন। এ সময় বরমা মিষ্টি ঘরের মালিক গোপাল বিশ্বাসের ছেলে সনজিত বিশ্বাস (৪৯)-কে ১৫ হাজার, বাগাচাহাটস্থ এ১ ফুডের মালিক মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ আজগর (৩২)-কে ১০ হাজার টাকাসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
অপর দিকে ২৮ মার্চ বন বিভাগের লাইসেন্স ছাড়া করাত কল পরিচালনায় অবৈধভাবে পাহাড়ি গাছ বিক্রি করার দায়ে নাজিরহাটের মেসার্স সফিয়া স’মিল এর মালিক অলি হোসেনের ছেলে আলী আমজাদকে ১০ হাজার, মেসার্স খাজা স’মিল এর স্বত্বাধিকারী মৃত দানিশ মিয়ার ছেলে জাহাঙ্গীর আলমকে ২ হাজার এবং কাঞ্চনাবাদের মেসার্স ভাই ভাই স’মিল এর স্বত্বাধিকারী পুতুন আলীর ছেলে লোকমান হাকিমকে ৫ হাজারসহ সর্বমোট ১৭ হাজার টাকা আদায় করেন। এ সময় অভিযান পরিচালনায় উপস্থিত থেকে সহযোগিতা করেন পটিয়া রেঞ্জ অফিসার মো. নুরে আলম, বিএসটিআই চট্টগ্রাম বিভাগের ফিল্ড অফিসার রাজীব দাশ গুপ্ত ও পরিদর্শক সাগর কর্মকার, এএসআই মোস্তাফিজুর রহমান, নাদিম আকতারসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ।
এই ধরনের অভিযানে তৎক্ষনাৎ আইন অমান্য উল্লেখযোগ্য হারে কমে গেলেও বিশৃঙ্খলা এবং অপরাধ কর্মকান্ড চন্দনাইশে কমছে না। আইন না মানার সংস্কৃতির যেভাবে প্রতিষ্ঠিত হচ্ছে, তাতে সকল পেশার মানুষ এর জন্য দায়ী বলে মনে করছে বিশিষ্টজনরা।
© Deshchitro 2024