পটুয়াখালীর মির্জাগঞ্জে গোসল করতে গিয়ে পানিতে ডুবে জহিরুল (২১) নামের দৃষ্টি প্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে। 

সে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফল প্রত্যাশী ছিল।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ময়দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জহিরুল ইসলাম চোখে কম দেখতেন এবং ছোটবেলা থেকেই মৃগী (বাই) রোগে আক্রান্ত ছিলেন। বাড়িতে বসে বিভিন্ন সময় তার মৃগী রোগ দেখা দিত। ঘটনার দিন জহিরুল তাদের ঘরের দক্ষিণ পাশে খালে গোসল করতে যায়। কিছুক্ষণ পর তার চাচাতো নানা শাহজাহান মৃধা গোসল করতে গিয়ে জহিরুলের জুতা ও লুঙ্গি ঘাটের উপরে দেখলেও জহিরুলকে দেখেনা। এসময় সে  ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে জহিরুলের মাকে জানায়। পরে তিনি (মা) এসে জহিরুলের মামাতো ভাই নান্টুকে নিয়ে খালে খোঁজাখুজি করে মৃত অবস্থায় উদ্ধার করে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023