|
Date: 2024-03-28 16:31:56 |
অগ্নিনির্বাপক ত্রুটি ও অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনাসহ নানা অসঙ্গতি থাকায় কক্সবাজার শহরের তিন প্রতিষ্টানকে ২ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের
যৌথ অভিযানে সী ওয়ার্ল্ড ও অভিসার হোটেলকে অগ্নিনির্বাপক যন্ত্রে ত্রুটি থাকায় ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা এবং অস্বাস্থ্যকর খাবার পরিবেশন ও সরকারী জমিতে ভবন সম্প্রসারণ করার অপরাধে কলাতলীর বৈশাখী রেস্তুরাকে দেড়লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এসময় রুট পারমিটহীন ৪টি কারের ড্রাইভারকে ৮ হাজার টাকা জরিমানা ও একটি কার জব্দ করা হয়।
পর্যটন সেলের নির্বাহী ম্যাজিট্রেট মাসুদ রানা বলেন, ” ঈদের পর পর্যটন মৌসুমে নিয়ম না মেনে কোন অসঙ্গতি রেখে ব্যবসা করার সুযোগ নেই। কেউ যদি নিয়ম না মেনে ব্যাবসা পরিচালন করে তাহলে সেই প্রতিষ্টান সিলগালা করা দেয়া হবে। আপাতত ২ টি হোটেল একটি রেস্তোঁরাকে জরিমানা করা হয়েছে। পরবর্তীতে বাকি হোটেল ও নানা অনিয়মের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে”।
চলমান পরিস্থিতিতে জেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালনায় পরিস্কার পরিচ্ছন্নতার যথেষ্ট ঘাটতি, মেয়াদহীন পলেথিনে খাবার সংরক্ষনসহ নানা অনিয়মের বিরুদ্ধে অভিযান করে জরিমানা আদায়ের কথা জানান নিরাপদ খাদ্য অধিদপ্তরের নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম। এসময় তিনি বলেন, ” আমরা বিভিন্ন রেস্তুরায় নিয়মিত মনিটরিং করে গ্রেডের আওতায় আনার চেষ্টা করছি। কক্সবাজার কে স্বাস্থ্যকর পর্যটন শহর হিসেবে রুপান্তিত করতে আমরা কাজ করছি”।
এদিকে সরেজমিনে গিয়ে যেসব হোটেল ও রেস্তোঁরায় অভিযান করা হয়েছে তাদের কর্তৃপক্ষের সাথে কথা বলতে গেলে অনেকেই অপারগতা দেখান। তবে সী ওয়ার্ল্ডের ম্যানেজার কাজের বাহানা দেখিয়ে এড়িয়ে যান।
দমকল বাহিনীর তথ্যমতে, কক্সবাজার শহরের ৫ শতাধিক হোটেলের মধ্যে হাতেগুনা ৭ থেকে ১০ টি হোটেলে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি বাস্তবায়ন থাকলেও বাকি হোটেল রেস্তোঁরাগুলোর বাস্তবায়ন করার আগ্রহও নেই অনেকের। এমনকি অনেক তারকামানের হোটেলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থাও অসম্পূর্ণ বলে জানাগেছে।
জেলা প্রশাসনের অভিযানে দমকল বাহিনি,আনসার বাহিনিসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনির সদস্যরা উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024