|
Date: 2024-03-28 22:32:22 |
সাংবাদিক কল্যাণ সমিতির আয়োজনে এবং সামাজিক সংগঠন তৃণমূল ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় দোয়া ও ইফতার মাহফিল বৃহস্পতিবার দাগনভূঞা জমজম রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন।
সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মো. ইয়াসীন সুমনের সভাপতিত্বে ও তৃণমূল ফাউন্ডেশনের পরিচালক এম এম রহমান সোহেলের পরিচালনায় বক্তব্য রাখেন আরটিভি ও যায়যায়দিনের জেলা প্রতিনিধি আজাদ মালদার, মোহনা টেলিভিশনের সাবেক যুগ্ম বার্তা সম্পাদক শহীদুল আলম ইমরান, বিটিভির জেলা প্রতিনিধি শওকত মাহমুদ, দেশ টিভির জেলা প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তার, তৃণমূল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জসিম উদ্দিন লিটন, পরিচালক ও সমিতির সদস্য মিজানুর রহমান হিরো, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ তাহের, নুরুল আলম খান, সিরাজ উদ্দিন দুলাল ও সাংবাদিক ইউনিয়ন ফেনীর সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
এসময় মোল্লা ট্রাভেলসের সত্ত্বাধিকারী নিজাম উদ্দিন, সাপ্তাহিক নবকিরনের প্রকাশক শানুন ইসলাম টিপু, উপ-সহকারী কৃষি অফিসার ও ফাউন্ডেশনের পরিচালক আবদুল্লাহ আল মারুফ, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি কাজী ইফতেখারুল আলম, সাপ্তাহিক ফেনীর প্রত্যয়ের বার্তা সম্পাদক জসিম উদ্দিন ফরায়েজীসহ কল্যাণ সমিতি সদস্য ও তৃণমূল ফাউন্ডেশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শেষে দোয়া পরিচালনা করেন সাংবাদিক কল্যাণ সমিতির সদস্য এম এ কুদ্দুস।
© Deshchitro 2024