|
Date: 2024-03-28 22:43:10 |
মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: শাজাহানপুর উপজেলার সাজাপুর ফুলতলা ফটকি ব্রিজ নামক এলাকায় অবৈধভাবে কৃষি জমি হতে মাটি উত্তোলন এবং ট্রাকযোগে উক্ত মাটি পরিবহন করার অপরাধে জনৈক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজেস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
২৯ মার্চ ২০২৪ তারিখ মধ্যরাতে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে শাজাহানপুর থানা পুলিশের একটি চৌকস টিম মোবাইল কোর্টকে আইনানুগভাবে সহযোগিতা করেন। জনস্বার্থে মোবাইল কোর্টের এরূপ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজেস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
© Deshchitro 2024