|
Date: 2024-03-29 11:25:03 |
রাজবাড়ীতে পানিতে ডুবে যুবকের মৃত্যু।
রাজবাড়ির গোয়ালন্দে দৌলতদিয়া লঞ্চ ঘাটে পল্টুন থেকে পড়ে গিয়ে ফিরুজ শেখ(২৮)নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ)সকাল সাতটার সময় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাতটার সময় দৌলতদিয়া লঞ্চ ঘাটে পারাপারে জন্য আসেন ফিরুজ শেখ ও তার দুই সহযোগী। এসময় তারা তিন জন লঞ্চের টিকিট কেটে লঞ্চের জন্য অপেক্ষা করে, ঐ একই সময় ঐ পল্টুনের দুই জন ব্যাক্তি মাছ ধরছিলেন ঐ মাছ ধরা দেখতে গিয়ে পানিতে পড়ে যায় ফিরুজ শেখ ।প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পানি থেকে না উঠতে পেরে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়।এ ঘটনার সাথে সাথে পুলিশ ও ফায়ার সার্ভিসের খবর দেন লঞ্চ ঘাটের ম্যানেজার মোঃ মিলন খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করেন।
এ বিষয়ে গোযালন্দঘাট নৌ পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর মোঃ ফরিদ আহমেদ জানান,আমাদের কাছে সকাল সাতটা দশ মিনিটে ফোন আসে লঞ্চ ঘাটে একটি মানুষ পড়ে গিয়েছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তারপর ফায়াসার্ভিসের ডুবুরী দল এসে উদ্ধার সম্পন্ন করেন ।এঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য রাজবাড়ী জেলা মর্গে পাঠানো হয়েছে।
© Deshchitro 2024