কালিগঞ্জের কালিকাপুর ক্রিকেট লীগের জমকালো প্লেয়ার ড্রাফট


কৃষ্ণনগরের কালিকাপুর ক্রিকেট লীগে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে  ৬টি ফ্রাঞ্চাইজি ও ১০০+ প্লেয়ারের সম্মানয়ে অনুষ্ঠিত হলো প্লেয়ার ড্রাফট।সতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন এর পূর্ব কালিকাপুর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬টি দলের সম্মানয়ে ক্রিকেট টুর্নামেন্ট। উক্ত টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার( ২৮শে মার্চ) দিবাগত রাত ৮ ঘটিকার সময়। উক্ত জমকালো অনুষ্ঠানে কালিকাপুর ক্রিকেট লিগের আয়োজক কমিটির সম্মানিত সভাপতি কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহেদ হোসাইন ও ৬ টি ফ্রাঞ্চাইজির মালিক পক্ষ সহ সকল প্লেয়াররা উপস্থিত ছিলেন। এ সময় আরোও উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুধিজন। উক্ত জমকালো ড্রাফটে সরাসরি অংশ গ্রহন করেছে ৬ টি দল তারা হলো ১)AE Avengers, ২)AR Stars, ৩)NS Fighters, ৪) SK Tigers,  ৫)BJI Sundarban King,  ৬)ME riders 

আগামী ১২ শে এপ্রিল থেকে মাঠে গড়াবে কালিকাপুর ক্রিকেট লিগের খেলা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024