মান্দার তেঁতুলিয়ায় টিসিবি'র পণ্য বিতরণ


নওগাঁর মান্দায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিতরণ করা হয়েছে। আজ শনিবার (৩০ মার্চ) সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত  টিসিবি কার্ডধারীদের মাঝে এসব পণ্য বিতরণ করা হয়।


টিসিবি পণ্য বিতরণের উদ্বোধন করেন তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম মোখলেছুর রহমান কামরুল 


এ ইউনিয়নের মোট ৯ টি ওয়ার্ডে ১ হাজার ৭৯৭ জন পরিবারের  মাঝে কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যসামগ্রী বিতরণ করা হয়। ৫২৫ টাকার এসব পণ্যের মধ্যে রয়েছে- ২ লিটার সরিষার তেল, ৫ কেজি চাল, ২ কেজি মশুরের ডাল এবং ১ কেজি ছোলা। বাজারে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এই সময়ে অনেক কম টাকায় টিসিবির পণ্য পাওয়ায় অনেকটা খুশি সাধারণ মানুষ ‌।


তেঁতুলিয়া ইউনিয়নের  চেয়ারম্যান এস এম মোখলেছুর রহমান কামরুল বলেন, টিসিবির পণ্য পেয়ে সাধারণ মানুষ অনেক উপকৃত হচ্ছে। টিসিবির পণ্য সরবরাহ বাজার নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024