আশাশুনিতে সজিনা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে এক
ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মার্চ) সকাল ৯.৩০ টার দিকে উপজেলা
সদরের দুর্গাপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত এয়াকুব আলী (৫১)
দূর্গাপুর গ্রামের মৃত কালু কাজীর ছেলে।
নিহতের ভাই
রবিউল ইসলাম জানান, তার ভাই ঘটনার সময় একই গ্রামের মৃত ননি মোড়লের পুত্র
ইসমাইল মোড়লের বাড়ির সজিনা গাছের ডাল কাটতে যায়। গাছের পাশ দিয়ে যাওয়া
বৈদ্যুতিক তারে কাটা ডাল পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। আশাশুনি
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেন।
থানার
অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার জানান, এস আই শ্যামাপ্রসাদ রায়কে
ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। সজিনা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে
মৃত্যু হয়েছে। তবে তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফন
কাফনের ব্যবস্থা করতে দেওয়া হয়েছে।