|
Date: 2022-08-09 11:16:45 |
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ), বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস), মরিয়মনগর ওয়াইএমসিএ, আশা গৃহ পশ্চিম গজারীকুড়া, গিলাগাছা গাংচিল ওয়ার্ড কমিটি ও সিবিএএনসি’র যৌথ উদ্যোগে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করা হয়েছে। জাতিসংঘ ঘোষিত “ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারী সমাজের ভূমিকা” এই মূলসুরকে সামনে রেখে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করা হয়। ৯ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় এক বর্ণাঢ্য র্যালী শেষে মরিয়মনগর কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঝিনাইগাতী ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ) এর সভাপতি মি. নবেশ খকশীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, টিডব্লিউএ’র জেনারেল সেক্রেটারী মি. অসীম ম্রং, মরিয়মনগর ওয়াইএমসিএ’র সেক্রেটারী মি. হেমার্শন চিরান, গিলাগাছা গাংচিল ওয়ার্ড কমিটি সভাপতি মিসেস জসিন্ত দফো, আদিবাসী নেত্রী মিসেস বাগাতী হাদিমা, বাগাছাস ঝিনাইগাতী উপজেলা শাখার সহ সভাপতি সৌহার্দ্য চিরান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কাশেমসহ আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যগণ ও সাংবাদিকবৃন্দ। বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমি অধিকার, আদিবাসীদের মাতৃভাষা চর্চা ও সংরক্ষেণে সমতলের আদিবাসদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, অনগ্রসর, নির্যাতিত ও সুযোগ বঞ্চিত আদিবাসী জনগোষ্ঠির সার্বিক উন্নয়নের জন্য সরকারের নিকট জোর দাবি জানান। আদিবাসী নেতৃবৃন্দরা আরো জানান, আদিবাসীদের দাবী-দাওয়া বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারক লিপি প্রদান করবেন। আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপনে প্রায় দুই শতাধিক গারো, কোচ, বানাই, বর্মণ, হাজং আদিবাসী অংশগ্রহণ করে। র্যালী ও আলোচনা সভা শেষে মরিয়মনগর কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) এর উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও সংলাপ সংগঠন (শিশু শিক্ষা কেন্দ্রের) আয়োজনে আন্তজাতিক আদিবাসী দিবস উদযাপন করা হয়।
© Deshchitro 2024