ঝালকাঠি প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাব হলরুমে আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহিতুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আনোয়ার হোসেন আনু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. অসীম কুমার সাহা, বিশিষ্ট ব্যবসায়ী শামসুল হক মনু, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এডভোকেট বনি আমীন বাকলাইসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ। এসময় দেশ ও জাতির সমৃদ্ধি এবং প্রয়াত সাংবাদিকদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024