লালমনিরহাটের পাটগ্রামে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি পাটগ্রাম উপজেলা শাখা গঠন করা হয়েছে। শনিবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার পাবলিক ক্লাব ও লাইব্রেরী অডিটোরিয়ামের সম্মিলিত সাংস্কৃতিক জোটের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। ১০১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি অধ্যাপক এ.টি.এম আখতারুল ইসলাম শফিক ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় আরাফাত সুলতান কার্নিজকে। এরআগে কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন- একাত্তরের ঘাতক দালাল নির্মূল লালমনিরহাট জেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট ময়জুল ইসলাম ময়েজ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ইকবাল হোসেন মামুন, সাংগঠনিক সম্পাদক হেলাল হোসেন কবির, পাটগ্রাম উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ওয়াজেদুল ইসলাম শাহীন, সাজেদা আকতার প্রমুখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024