কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী  অভিযানে ১৫ কেজি গাজা সহ এক মাদক কারবারিকে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। রবিবার(২৩ অক্টোবর) রাতে বাড়িতে  অভিযান চালিয়ে তাকে  আটক করে।

আটককৃত  আন্ধারীঝার ইউনিয়নের খামার আন্ধারীঝাড় ৩ নং ওয়ার্ডের মৃত মোসলেম উদ্দিনের ছেলে মোঃ শফিকুল ইসলাম(৩৫)  এর বসতঘরের ট্রাংকের মধ্য হতে  রাত ০১.০৫ ঘটিকায় ১৫ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার সহ হাতেনাতে গ্রেফতার করে। 

পুলিশ জানিয়েছে রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খামার- আন্ধারিঝাড় গ্রামে বাড়িতে  অভিযান চালিয়ে তাকে  আটক করা হয়।সে পেশাদার মাদক ব‍্যাবসায়ী।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন আটকদের বিরুদ্ধে মাদক দ্রব‍্য নিয়ন্ত্রণ আইনে  মামলা দিয়ে  কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো  হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব‍্যাহত থাকবে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024