|
Date: 2022-10-24 05:32:38 |
আবু বকর ছিদ্দিক সোনাইমুড়ী নোয়াখালী থেকেঃ
কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র"এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোনাইমুড়ী থানা পুলিশের কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২৩-অক্টোবর) বিকেলে সোনাইমুড়ী থানা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম পিপিএম।
সোনাইমুড়ী উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আ.ফ.ম বাবুল বাবুর সভাপতিত্বে ও থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশীদের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন,নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা,সোনাইমুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন,বেগমগঞ্জ সার্কেল এসপি নাজমুল হাসান রাজিব।
এর আগে সোনাইমুড়ী বাইপাস চত্বরে কমিউনিটি পুলিশিং উপলক্ষে বর্ণাঢ্য রেলি বের করে সোনাইমুড়ী থানা চত্বরে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল,উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন,পৌর সভা প্যানেল মেয়র হাফেজ আবু বকর সিদ্দিক দুলাল, বারগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামছুল আলম বিএসসি,জয়াগ ইউনিয়ন চেয়ারম্যান সৌকত আকবর পলাশ,কাউন্সিলর জেএস লাতু,যুবলীগের আহ্বায়ক খলিলুর রহমানসহ সাংবাদিক, বিশিষ্টজন,রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ আরো অনেকে।
© Deshchitro 2024