যশোরের অভয়নগরে পুড়াখালী ফকির বাগান মহিলা মাদ্রাসায় মহিলা তালিম ও দোয়া মাহফিলে কবির বিন সামাদের আগমনে মুগ্ধ হয়েছেন এলাকাবাসী, 

রবিবার (৩১ মার্চ)  যশোরের  বিশিষ্ট ইসলামী সংগীত শিল্পী, ইসলামী আলোচক,ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যম- ফেসবুকে ভাইরাল হওয়া  "এই হ্যালো" বাক্যে পরিচিত, "এভাবেও ভালো কাজ করা যায়" শিরোনামে- ইসলামের বেসিক নলেজ প্রচার প্রসারের লক্ষ্যে  প্রশ্নোত্তর পর্বে  পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উপস্থাপক ও প্রচারক, ও   ঠিকানা টিভি ডট প্রেস এর স্বনামধন্য পরিচালক, সমসাময়িক বিষয় তুলে ধরে ইসলামের অসামান্য অবদান রাখছেন এই কণ্ঠশিল্পী কবির বিন সামাদ।

কবির বিন সামাদের আগমনের কথা জানতে পেরে শত শত মা বোনেরা পুড়াখালী ফকির বাগান মহিলা মাদ্রাসায় তালিম শোনার জন্য উপস্থিত হন,,সেই সঙ্গে মসজিদে অন্যান্য মুসল্লিরাও উপস্থিত হন ইসলামী সংগীত শিল্পীর আলোচনা শোনার জন্য। তিনি কোরআন ও হাদিসের আলোকে কুরআন শিক্ষা নারীদের পর্দা, রমজানের গুরুত্ব, সমসাময়িক  বিষয় তুলে ধরে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।উপস্থিত শ্রোতারা ধৈর্য সহকারে ও আনন্দচিত্তে উপভোগ করেন। এছাড়াও তিনার সুরেলা কন্ঠে ইসলামী সংগীত শ্রবণ করে বিমোহিত হন শ্রোতারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুফতি ফুরকান আহমেদ কাসেমী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র মাদ্রাসার সুযোগ্য মুহতামিম হাফেজ মাও: আশেক এলাহী।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024