|
Date: 2024-03-31 12:00:24 |
শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নে অবৈধভাবে মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তণ করে পুকুর খনন করায় শেরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি এসএম রেজাউল করিম অভিযান চালিয়ে পুকুর খননের সরঞ্জাম একটি এক্সক্যাভেটর জব্দ করেন।
রোববার (৩১ মার্চ ) সকালে সহকারী কমিশনার ভূমি এসএম রেজাউল করিমের পাঠানে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার সন্ধায় বড়বিলা গ্রামে গ্রামে এ অভিযান চালান।
জানা যায়, দীর্ঘদিন ধরে আবাদী জমি থেকে মাটি তুলে পুকুর খনন করে মাটি বিক্রয় করে যাচ্ছে অসাধু ব্যবসায়ীরা। গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর উপজেলা সহকারী কমিশনান (ভূমি) এস এম রেজাউল করিম সেখানে অভিযান চালান। অভিযান টের পেয়ে আসামিরা এক্সক্যাভেটর রেখে পালিয়ে যায়। সেখানে পুকুর খনের সরঞ্জাম একটি এক্সক্যাভেটর জব্দ করেন। এক্সক্যাভেটর জব্দ করে স্থানীয় ইউপি সদস্য মো: রফিকুল ইসলামের হেফাজতে রাখা হয়েছে।
এ বিষয়ে শেরপুর উপজেলা সহকারী কমিশনান (ভূমি) এস এম রেজাউল করিম, ঘটনাস্থলে কাউকে পাওয়া না যাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে কাউকে দন্ড প্রদান করা সম্ভব হয়নি, নিয়মিত মামলা দায়েরের আদেশ প্রদান করা হয়েছে। অবৈধবাবে মাটি কাটা ও বালু উত্তোলনকারীর বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
© Deshchitro 2024