ইফতারে বিভিন্ন শ্রেণি পেশার ২ সহস্রাধিক মানুষের অংশগ্রহণ


মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নতুন বাজার জামে মসজিদ, দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানার যৌথ উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল রবিবার (৩১ মার্চ) নতুন বাজার জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, নতুন বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা জামাল উদ্দিন।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দ্বারিকাপাল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৈয়দ মুনসুরুল হক, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আছকির মিয়া, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মোঃ কামাল হোসেন, ভূনবীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ, সিন্দুরখান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল হেলাল, ওলামী লীগ নেতা মাওলানা আসাদ উল্লাহ, ব্যবসায়ী রাশেদ তালুকদার প্রমুখ। 

ইফতার মাহফিলের সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগীতা ছিলেন শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী ও নতুন বাজার জামে মসজিদ কমিটির সভাপতি মো. ইউছুব আলী। 

ইফতার মাহফিলে বিভিন্ন প্রিন্ট, অনলাইন মিডিয়ার সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ২ সহস্রাধিক মানুষ অংশ নেন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024