|
Date: 2024-03-31 13:31:00 |
নাগেশ্বরী উপজেলায় পৌর শহরের মাদরাসা সাবীলুর রাশাদ রুইয়ার পাড়ে ইসলামিক অনলাইন মাদরাসা (IOM) এর ব্যাবস্হাপনায় জেনারেল ভাই-বোনদের জন্য কুরআন তেলওয়াত প্রতিযোগিতা - ২০২৪ সম্পন্ন ও পুরুষ্কার বিতরণ করা হয়েছে।
উক্ত প্রোগ্রামে প্রথম,দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্হানকারীকে ক্রেস্ট,নগদ অর্থ ও উপহার দেয়া হয়। প্রথম হয়েছে মোঃ আতিক হাসান, দ্বিতীয় রাশেল মিয়া, তৃতীয় পারভেজ মোশাররফ এবং চতুর্থ খোকা মিয়া।
এসময় উপস্থিত ছিলেন মাদরাসা সাবীলুর রাশাদের পরিচালক মাওলানা ফিরদাউস হোসেন কুড়িগ্রামী, ত্রি-মুখী ক্যাডেট মাদ্রাসার পরিচালক মাওলানা ইয়াসিন সাহেব, গোদ্ধারের পাড় ক্বওমি মাদ্রাসার মুহ্তামিম মাওলানা মোঃ রেজওয়ানুল্লাহ খাঁন, মুঈনুল উম্মাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সাদিকুল ইসলাম এবং কাশফুল কুরআন বালিকা মাদ্রাসার পরিচালক মাওলানা মোঃ জামাল উদ্দিন হাবিবী প্রমুখ।
এছাড়াও পঞ্চম থেকে দশম স্হাকারীকে ক্রেষ্ট ও উপহার সহ এগারতম থেকে পনেরতম স্হানকারীকে মূল্যবান উপহার দেয়া হয়।
© Deshchitro 2024