|
Date: 2024-03-31 22:11:39 |
রাজধানীর বায়ূ দূষণ রোধে ২০ বছরের পুরনো বাসের তালিকা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ৮ এপ্রিলের মধ্যে বিআরটিএ এ তালিকা তৈরি করে পরিবেশ মন্ত্রণালয়ে পাঠাবে। আর পরিবহন মালিক সমিতি ২০ এপ্রিলের মধ্যে ২০ বছরের অধিক বয়সী বাস প্রত্যাহারের পরিকল্পনা প্রদান করবে। বৃহত্তর জাতীয় স্বার্থে কোনো আপস করা হবে না। গতকাল রোববার বায়ুদূষণ রোধ সংক্রান্ত মতবিনিময় সভায় পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী এ তথ্য জানান।
সম্প্রতি বায়ুদূষণ নিয়ে ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট-২০২৩ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করেছে আইকিউএয়ার। এতে ২০২৩ সালে বায়ুদূষণে শীর্ষ দেশ হিসেবে বাংলাদেশের নাম উঠে আসে। বায়ুদূষণের শীর্ষে থাকা শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে আসে ঢাকা। মন্ত্রী বলেন, তিতাস গ্যাস, বিদ্যুৎ বিভাগ, ওয়াসা, সিটি কর্পোরেশন সমন্বয় করে রাস্তার খননকার্য সংশ্লিষ্ট উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করবে।
সরকারি উন্নয়ন কর্মকাণ্ডে দূষণ নিয়ন্ত্রণের বাজেট বরাদ্দ দূষণ নিয়ন্ত্রণ কর্মকাণ্ড বাস্তবায়নে ব্যয় করতে হবে।
© Deshchitro 2024