"স্মৃতির আকাশ জুড়ে শুধুই তুমি"

সোহাগ হোসেন সবুজ   


কি ভেবেছ?

ভুলে গিয়েছি তোমায়?

আমি ঠিক আগের মতোই আছি!

দেরি করে ঘুম থেকে ওঠা,

আলসেমিতে সকালে ব্রেকফাস্ট না করা,

শুয়ে শুয়ে ফেসবুকে মগ্ন হয়ে থাকা!

সবই চলছে আগের মতোই... 


তখন তোমাকে নিয়ে ভেবে ভেবে কেটে যেত প্রতিটা দিন,

তখন রাত জেগে জেগে তোমার মিষ্টি কণ্ঠস্বর শুনে ব্যাকুল হতাম,

তোমার মনমাতানো অট্টহাসিতে ঝড় বয়ে যেত হৃদয়ে। 

কত রাত যে কেটেছে আমার তোমাকে ভেবে ভেবে।

আকাশে পূর্ণিমার চাঁদের বুকে তোমাকে দেখতাম,

দেখতাম মিটিমিটি করা দূর আকাশের রাতের তারায়,

তোমাকে দেখতাম হঠাৎ করে ছুটে চলা উল্কার আলোয়। 


আমি এখনো সেই আগের মতোই আছি! প্রতিনিয়তই কাটছে তোমার স্মৃতিগুলো ভেবে ভেবে!

মন পেতে চায় সদা তোমার উষ্ণ আলিঙ্গন। 

আমার চিরসবুজ স্মৃতির আকাশ জুড়ে শুধুই তোমার পদচারণা।




প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024