কুড়িগ্রামে পৃথক দুটি অভিযানে একশো উনত্রিশ কেজি গাঁজাসহ ২জন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলাপুলিশ। 



পুলিশ জানিয়েছে, অব্যাহত অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে বড়ভিটা ইউনিয়নের বাগখাওয়ার চর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ফুলবাড়ী থানাপুলিশ। 

এ-সময় ১৮ ফুট উচ্চতার ৫ টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ওই ৫টি গাঁজা গাছের ওজন একশো চৌদ্দ কেজি বলে জানিয়েছে পুলিশ। এসময় গাঁজা চাষী মোঃ জাফর আলীকে গ্রেফতার করা হয়। 


অন্যদিকে একইদিনে গভীররাতে ভূরুঙ্গামারী থানা পুলিশের অভিযানে আন্ধারীঝার গ্রামের মোঃ শফিকুল ইসলাম (৩৫) এর বসতবাড়িতে  ট্রাঙ্ক থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধারসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।  


জেলা বাসীর  সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশসুপার রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। 



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024