|
Date: 2022-10-24 08:41:27 |
নোয়াখালীতে ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক অস্ত্র মামলার আসামিকে গ্রেপ্তার করেছে নোয়াখালী জেলা পুলিশ।
গ্রেপ্তারকৃত মো.দাউদ হায়দার সদর উপজেলার উত্তর শুল্যকিয়া গ্রামের মাওলানা মো.আবদুল্লাহ এর ছেলে।
সোমবার (২৪ অক্টোবর) দুপুরে আসামি মো.দাউদ হায়দার কে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল রোববার ঢাকার মিরপুর-১ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
সুধারাম থানার একটি অস্ত্র মামলায় আসামি দাউদ কে আদালত অস্ত্র আইনে দোষী সাব্যস্ত করে ১৭ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। আদালতের রায় ঘোষণার পর থেকে আসামি গত ৬ মাস যাবত পলাতক থেকে অন্যত্র গিয়ে আত্মগোপন করে। পরবর্তীতে গতকাল রোববার ঢাকার মিরপুর-১ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
© Deshchitro 2024