চট্টগ্রামের চন্দনাইশে সিলিন্ডার বিস্ফোরণে অঙ্গার হয়ে নিহত সিএনজি ড্রাইভারের পরিবারকে ৩০ মার্চ শনিবার চন্দনাইশ পৌরসভা সদরস্থ মৌলানা বাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। নিহতের মা চম্পা খাতুনে হাতে এই সহযোগিতা তুলে দেন মসজিদ কমিটির নেতৃবৃন্দ।

এই অনুদানের অর্থ ও ঈদ সামগ্রী তুলে দেন জনপ্রিয় ইউটিউবার টিপু চৌধুরী, খতিব আবু বক্কর, জিয়া উদ্দিন, রবিউল হাসান, হেলাল উদ্দিন, শওকত প্রমুখ। 

উল্লেখ্য ২৫ শে মার্চ বিকাল ৪ টায় উপজেলার গাছবাড়ীয়া কলঘর বরুমতি ব্রীজর দক্ষিণ পার্শ্বে চলন্ত অটোরিক্সায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে মৃত্যুবরণ করেন সিএনজি ড্রাইভার আব্দুস সবুর। তিনি সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ২নং ওয়ার্ড ইছামতী আলী নগরের মৃত মফিজুর রহমানের সন্তান ছিলেন। তার এক স্ত্রী রুমি আক্তার ও শিশু ২ সন্তান রয়েছে। উপার্জনকম ব্যক্তিকে হারিয়ে নিহতের পরিবার অসহায় হয়ে দিনযাপন করতে দেখে চন্দনাইশ উপজেলার পূর্ব জেয়ারা মৌলানা বাড়ী জামে মসজিদ পরিচালনা কমিটি এই সহযোগিতার উদ্যোগ গ্রহণ করে। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024