শ্যামনগরে কালমেঘা খাল খননের উদ্বোধন

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে কালমেঘা খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

মঙ্গলবার(২এপ্রিল) সকাল ১১টায় মৎস্য অধিদপ্তরের সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রকল্পের আওতায় উপজেলা সদর ইউপির কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্তরে খাল খনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সহ খনন কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম আতাউল হক দোলন। প্রধান অতিথি বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন এবং বলেন এলাকার জলাবদ্ধতা নিরসনে খালটি ব্যাপক ভূমিকা রাখবে।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদারের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য অফিসার মোঃ আনিসুর রহমান, শ্যামনগর ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ, প্রকল্পের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্যামনগর পৌরসভার কাউন্সিলার শেখ মাসুদুর রহমান, বনশ্রী মন্ডল, মুন্সিগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক মোশারফ হোসেন, আওয়ামীলীগনেতা সুশান্ত বিশ^াস বাবুলাল প্রমুখ।

জানা যায় কল্যাণপুর স্লুইচগেট থেকে সোয়ালিয়া ব্রিজ পর্যন্ত ৩ হাজার ৭২০ মিটার দৈর্ঘ্য খালটি খনন কাজ করা হবে।

ছবি- শ্যামনগরে কালমেঘা খাল খনন কার্যক্রমের উদ্বোধন করছেন প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম আতাউল হক দোলন।




প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024