দেশব্যাপী ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটের ক্ষেতলালে মৌলবাদী গোষ্ঠীর কালোছায়া থেকে মুক্ত করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।


২ এপ্রিল (মঙ্গলবার) বেলা ১১টায় উপজেলা, পৌর ও সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজ শাখা ছাত্রলীগের যৌথ উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা অমরনাথ নন্দী সড়কে উপজেলা দলীয় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ সুষ্ঠু ধারার নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।


এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের আহবায়ক মেহেদি আশিক রাজু বলেন, মৌলবাদী গোষ্ঠীর কালোছায়া থেকে মুক্ত করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার দাবিতে আমাদের আজকের মানববন্ধন।


যুগ্ম আহবায়ক জুল আরশ শুভ বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ ছাত্রদল ও শিবিরের অবাধ চলাফেরা অব্যাহত আছে। অথচ সেখানে ছাত্রলীগকে রাজনীতি থেকে বঞ্চিত করা হয়েছে। সেই প্রেক্ষিতে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে দেশব্যাপী বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের এই কর্মসূচি। 


এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম রিয়াদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মেহেদি আশিক রাজু, যুগ্ম আহবায়ক জুল আরশ শুভ, পৌর ছাত্রলীগের আহবায়ক মুহাম্মদ ইমাম হোসাইন, ছাঈদ আলতাফুন্নেছা কলেজ ছাত্রলীগের আহবায়ক ছাইফুল ইসলাম মিলন, যুগ্ম আহবায়ক শাহীনুর ইসলাম প্রমূখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023