|
Date: 2022-10-24 10:02:33 |
জামালপুরের দেওয়াগঞ্জ উপজেলার সাংবাদিক তারেক মাহমুদ প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ (এসএমসি) জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এর জন্য শ্রেষ্ঠ এসএমসির সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য সম্প্রতি তাঁকে ওই পদকে ভূষিত করা হয়। তারেক মাহমুদ উপজেলার বাহাদুরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছে। তিনি কালের কন্ঠ পত্রিকা এবং বাংলা টিভির উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
গত ২৬ সেপ্টেম্বর জেলা প্রশাসক শ্রাবস্তী রায় এবং জেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তক এম এম মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ এর জন্য জেলার ১ হাজার ১৬০ টি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির মধ্যে থেকে বাছাই করে তারেক মাহমুদকে শ্রেষ্ঠ স্কুল সভাপতি নির্বাচিত করেন।
উদীমান সাংবাদিক তারেক মাহমুদ সাংবাদিকতা ছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি উপজেলার জাতীয় শিক্ষা কমিটি ও জেলা প্রেসক্লাবের সদস্য, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি একজন গীতিকবি এবং সংস্কৃতিমনা ব্যক্তিত্ব।
© Deshchitro 2024