|
Date: 2024-04-02 15:21:43 |
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
সাতক্ষীরা নবাগত সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সোয়াইব আহমেদ স্যার কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ও মুক্তিযোদ্ধা সন্তানরা।
২রা এপ্রিল মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় উপজেলা কার্যলয়ে ফুল দিয়ে বরন করে নেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব শফিক আহমেদ ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাতক্ষীরা জেলা সহ-সভাপতি জনাব হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক জনাব এস এম শরিফুজ্জামান, জনাব কবিরুল আলম এবং কাজী মিঠু ও জামাল উদ্দিন প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সোয়াইব আহমেদ স্যার বলেন এ জেলায় আসতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন সকলেই আমার জন্য দোয়া ও সহযোগিতা করবেন আমি যেন এ জেলায় নিষ্ঠার সাথে কাজ করে যেতে পারি। তিনি আরো বলেন শুনেছি এ জেলার মানুষ নাকি খুব শান্তিপ্রিয় তাই আমিও আশা করছি এ জেলার মানুষের সাথে একাকার হয়ে কাজ করতে। সেই জন্য আমি সকলের দোয়া কামনা করছি, সর্বোপরি সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।
© Deshchitro 2024