মুন্সি শাহাব উদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি ( চট্টগ্রাম) 
মানব ইতিহাসে হত্যা জঘন্যতম অপরাধ। একজন মাুনষ যখন অন্য মানুষকে হত্যা করে, তাকে  আইনের ভাষায় নরহত্যা বলা হয়। পৃথিবীর সব আইনে নরহত্যা অপরাধ বলে বিবেচিত। বাংলাদেশের আইনেও তার ব্যতিক্রম নয়। আইনের বিধানমতে যে ব্যক্তি অপরাধমূলক মন নিয়ে অপরাধে অংশ গ্রহণ করবে সে অপরাধী। বনদস্যু ও মাটি খেকো দ্বারা এমনই এক মর্মান্তিক হত্যার শিকার হলেন কক্সবাজার জেলার উখিয়া রেঞ্জের বনবিট কর্মকর্তা সাজ্জাদুার রহমান সজল। তাকে মাটি খেকোরা ডাম্পার দিয়ে চাপা দিলে সে ঘটনাস্থলে মারা যায়। ঘটনাটি ঘটে উখিয়া ‍্উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণ মারা এলাকায়। এ ঘটনার প্রতিবাদে আজ ২ এপ্রিল মঙ্গলবার চুনতি ফরেষ্ট অফিসের সামনে স্থানীরা ও সাংবাদিকবৃন্ধ কতৃক মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি ওসমান গনি, সাধারণ সম্পাদক সমশুল কিবরিয়া সুমন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন রাজিব, প্রচার সম্পাদক হেলাল চৌধূরী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্থরের মানুষ অংশ গ্রহণ করেন। বক্তরা সকলে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বনবিট কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদুর রহমান সজল হত্যার প্রতিবাদ জানান এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। 
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024