◾ স্পোর্টস ডেস্ক 


একে একে ৭টি বিশ্বকাপ গেছে। বাংলাদেশের দ্বিতীয় রাউন্ডের জয়টা অধরাই রয়ে যায়।অষ্টম বিশ্বকাপে এসে অধরা সেই আক্ষেপটা ঘুচাতে পারল সাকিব আল হাসানরা। 


বিশ্বকাপের সুপার টুয়েলভে নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে জয় পেল বাংলাদেশ।


বাংলাদেশের দেওয়া ১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তাসকিন আহমেদের বোলিং নৈপুণ্যে ১৩৫ রানে অল আউট হয়েছে নেদারল্যান্ডস। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তাসকিন।


লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে প্রথম ধাক্কা খায় নেদারল্যান্ডস। প্রথম দুই বলে তাসকিন আহমেদের শিকার হয়ে ফেরেন ডাচ ওপেনার ভিক্রমজিত সিংক আর বাস ডি লিডি। 


সেখান থেকে দলকে টেনে নেওয়ার চেষ্টা করছিলেন টম কোপার ও ম্যাক্স। কিন্তু সাকিব আল হাসানের ওভারে এই দুইজন হয়েছেন রান আউট।


এরপর নিরন্তর চেষ্টা করে যাচ্ছিলেন কলিন অ্যাকারম্যান। তার ৪৮ বলে ৬২ রানের দুর্দান্ত ইনিংস বাংলাদেশের জন্য ভীতির কারণ হয়ে উঠছিল। তার দৃঢ়তায় মূলত ১৫ রানে ৪ উইকেট হারানোর পরও ১৩৫ রান পর্যন্ত যেতে পেরেছে নেদারল্যান্ডস। 


তাসকিনের ৪ উইকেটের সঙ্গে হাসান মাহমুদ যোগ করেন আরও দুই উইকেট। ৪ ওভারে ৩২ রান দিয়ে সাকিব আল হাসান পেয়েছেন ১ উইকেট। সৌম্য সরকারও নিয়েছেন ১ উইকেট। ইনিংসের একেবারে শেষ বলে এসে অল আউট হয়ে যায় ডাচরা।


উইকেটের দেখা পাননি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। উইকেট না পেলেও কৃপণ বল করেছেন তিনি। ৪ ওভারে দিয়েছেন মাত্র ২০ রান। সবচেয়ে কৃপণ বল করেছেন হাসান মাহমুদ। তিনি ৪ ওভারে দিয়েছেন কেবল ১৫ রান। 


এর আগে হোবার্টের বেলেরিভ ওভালে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ৮ উইকেট হারিয়ে অনেক কষ্টে ১৪৪ রান করে সাকিবরা।


২৭ বলে ৩৮ রান করেন আফিফ হোসেন। ইনিংসের সবচেয়ে বেশি রান এটিই। শেষ দিকে ১২ বলে ২০ রান করে বাংলাদেশের রান ১৪০-এর কোটা পার করতে বড় ভূমিকা মোসাদ্দেক হোসেনের।


এর বাইরে কোনো ব্যাটারই উল্লেখযোগ্য হারে জেগে উঠতে পারেননি।


লিটন ১১ বলে ৯ আর সাকিব ৯ বলে ৭ রান নিয়ে আউট হয়েছেন। এর আগে ১৪ বলে সৌম্য করেন ১৪ রান আর শান্তর ব্যাট থেকে ২০ বলে আসে ২৫ রান। নুরুল হাসান সোহান করেছেন ১৩ রান। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024