|
Date: 2022-10-24 12:19:40 |
জামালপুরের ইসলামপুর উপজেলায় এক কিশোরী পাঁচ মাসের অন্তঃসত্ত্বার ঘটনায় ধর্ষণ মামলার ২৪ ঘণ্টার মধ্যেই মোহাম্মদ ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
সোমবার (২৪ অক্টোবর) বিকালে গ্রেপ্তারকৃত মোহাম্মদ ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ধর্ষক মোহাম্মদ ইসলামকে গ্রেপ্তার করে র্যাব-১৪।
ধর্ষক মোহাম্মদ ইসলাম উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর বালুচর এলাকার মৃত চান মলের ছেলে।
র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, 'ধর্ষণের পর থেকে মোহাম্মদ ইসলাম আত্মগোপনে ছিলেন। ইসলামপুর থানায় মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আমরা তাকে গ্রেপ্তার করি।
ইসলামপুর থানার মামলা সূত্রে জানা যায়, মোবাইলের মাধ্যমে মোহাম্মদ ইসলামের সঙ্গে প্রেমের সম্পর্ক হয় একই উপজেলার ১৬ বছর বয়সী এক তরুণীর। এক পর্যায়ে গত ২৫ মে রাত ১০টার দিকে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলো ওই তরুণী। ওই সময় মোহাম্মদ ইসলাম কৌশলে ঘরে ঢুকে বিয়ের প্রলোভনে তাকে ধর্ষণ করে। পরে বিয়ের জন্য ওই তরুণী চাপ দিলে কালক্ষেপণ করে আত্মগোপনে চলে যায় মোহাম্মদ ইসলাম। এদিকে শারীরিক পরিবর্তন দেখে স্থানীয় ক্লিনিকে পরীক্ষা করলে ওই কিশোরী পাঁচ মাসের অন্তঃসত্ত্বার বিষয়টি অভিভাবক জানতে পারেন।
এ ঘটনায় গত রোববার ভূক্তভোগী ওই তরুণীর বাবা বাদি হয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ ইসলামকে আসামি দিয়ে ইসলামপুর থানায় মামলা করেন। পরে গোয়ালেরচর ইউনিয়নের মহলগিরী বাজার এলাকায় অভিযান চালিয়ে ওইদিন বিকেল সাড়ে ৫টার দিকে ধর্ষক মোহাম্মদ ইসলামকে গ্রেপ্তার করে র্যাব-১৪।
মামলার তদন্ত কর্মকর্তা ইসলামপুর থানার এসআই আবু রায়হান বলেন, 'গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ ইসলামকে সোমবার দুপুরে জামালপুরের সংশ্লিষ্ট আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে ওই ধর্ষক। মামলার তদন্ত চলমান রয়েছে।'
© Deshchitro 2024