নীলফামারীর ডোমারে 'উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি'-এর সাথে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডাঃ মাহাবুবার রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩রা এপ্রিল) বেলা ১২টায় ডোমার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ'র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডাঃ মোহাম্মদ মাহাবুবার রহমান।

এসময় আরও বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ এবিএম আবু হানিফ, কেয়ার বাংলাদেশের স্বাস্থ্য ও পুষ্টি পরিচালক ডাঃ ইখতিয়ার উদ্দিন খন্দকার, রংপুর বিভাগীয় জানো প্রকল্পের মাল্টিসেক্টোরাল ম্যানেজার গোলাম রব্বানী, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান, উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তবিবুর রহমান, জানো প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক পোরশিয়া রহমান, উপজেলা জানো প্রকল্পের ম্যানেজার দুলাল চন্দ্র বর্ম্মন প্রমুখ।

জয়েন্ট এ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম জানো প্রকল্পের সহযোগিতায় উপজেলার পুষ্টি সমন্বয় কমিটির সদস্যবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024