নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নে রাস্তা সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। সরকারি নিয়মনীতি উপেক্ষা করে  অফিসের যোগসাজশে  নিম্নমানের সামগ্রী  দিয়ে কাজ করছেন ঠিকাদার। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। 

সরেজমিনে গিয়ে জানা যায়,  উপজেলার চাঁদখানা ইউনিয়নের চারমাথার মোড়স্থ নর্থ পোল্টির সামন থেকে দেবিরবাজার পর্যন্ত আড়াই কিলোমিটার পাকা সড়কের সংস্কার কাজ চলছে। দরপত্র দাখিল করে মূলত কাজটি পেয়েছেন ডোমার উপজেলার  চিকন মাটি বাজারের  নাইকো এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।ঠিকাদার বিরুদ্ধে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে গতকাল মঙ্গলবার এলাকাবাসী  কাজটি বন্ধ করে দেন। ঠিকাদার প্রভাবশালী হওয়ায়   মামলার ভয় দেখিয়ে  কাজ  চালিয়ে যাচ্ছে।স্থানীদের  অভিযোগ -সংস্কার  কাজে যে মালামাল ব্যবহার করা হয়েছে তা সম্পূন ব্যবহারের অযোগ্য। সড়ক সংস্কারে নিম্নমানের ইট ও ইটের খোয়া ফেলা হয়েছে। তাছাড়া অনেক জায়গায় সমান ভাবে বালু না ফেলে ইটের খোয়া ফেলা হয়েছে। ইট ও খোয়া খুবই নিম্নমানের ব্যবহার করা হয়েছে । এমনকি রোলারের ব্যবহার সঠিকভাবে হয় নি ।  কাপের্টিং সময় তেল ব্যবহার করা হয়নি। নিম্নমানের পিচ (বিটমিন) ব্যবহার করা হয়েছে। এমন মনগড়া কাজে সড়ক কতটা দীর্ঘস্থায়ী হবে এমন প্রশ্ন এখন জনমনে ঘোরপাক খাচ্ছে।

চারমাথা এলাকার  বাসিন্দা মানিক বৈশ্য  বলেন – রাস্তার কাজ যেভাবে হচ্ছে তাতে বেশিদিন ঠিকবে না। নিম্নমানে সব কিছু ব্যবহার করা হচ্ছে এই সড়কে। কেউ কথা বললে ঠিকাদার মামলার ভয় দেখায় পুলিশ আনে। তাই আর এলাকাবসী কেউ কথা বলে না। অফিসের লোকও ওদের পাশে। 

আবাজ উদ্দিন নামে এক বাসিন্দা  বলেন -  তেল ছাড়া কাজ করছে। কাজ তো ভাল হচ্ছে না । কাজ ভালো কথা বললে পুলিশের ভয় দেখায়। 

উপজেলা এলজিইডির উপ সহকারী প্রকৌশলী নিশাদ আলী  বলেন, উদ্ধর্তন কর্মকর্তার অনুমতি ছাড়া আমি কথা বলতে পারব না। 

উপজেলা এলজিইডির প্রকৌশলী  মাহমুদুল  হাসান   বলেন, এলকাবাসী কাজে বাধা দেয়ার কথা শুনছি তবে এখন আমরা কাজ বুঝে নেইনি।কাজ নিম্ন মানের হলে তদন্ত সাপেক্ষে  ব্যবস্থা গ্রহণ  করা হবে। 




প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024