|
Date: 2024-04-04 01:58:47 |
বুধবার ৩ এপ্রিল বিকেল ৫ টার সময় বোয়ালেরডাড়া গ্রামের আমেরতল উঁচু ব্রীজের পাশে ধান ক্ষেতে হতে আরিফুল ইসলাম (৫) বছরে একজন শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।জানা গেছে শিশুটি নাগেশ্বরী উপজেলায় বামনডাঙ্গা ইউনিয়নের বোয়ালেরডাড়া গ্রামে রবিউল ইসলামে ছেলে।
মৃত শিশুর দাদু জানায়, সকালে নাতিকে ১০ টাকা দিয়ে বলে আসছি দুপুরে দুধ নিয়ে বাজারে আসিস। এদিকে বিকেলে পর্যন্ত নাতীর অপেক্ষায় আমি বাজারে বসে আছি কিন্তু বিকেলে মৃত্যুর খবর পেলাম।
এদিকে নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রুপ কুমার সরকার জানান,আমরা খবর পেয়ে শিশুটির লাশ উদ্ধার করে থানায় এনেছি। প্রাথমিক ধারনা করা যাচ্ছে যে এটা অপমৃত্যু তবে ময়নাতদন্তে যানা যাবে কিভাবে মৃত্যু হয়েছে। তবে অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবো।
© Deshchitro 2024