|
Date: 2024-04-04 05:22:04 |
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট বাজারে বুধবার মোবাইল এসোসিয়েশন এর উদ্যোগে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়, এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো রাকিব মজুমদার,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো মেজবাহ জামাল,
মোবাইল এসোসিয়েশন এর বাবলু এর সভাপতিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহসভাপতি মো শামীম, সাধারণ সম্পাদক মো শহিদুল ইসলাম, সেক্রেটারি মো মানিক, সদস্য মো আদনান,মো এসাক,মো সানোয়ার,মো নাদিম,মো নবী,মোহাম্মদ আলী, মো রাসেল, ও সাংবাদিক নাজমুল হাছান নাজিম সহ অন্য আন্যান সদস্য বৃন্দ,
প্রধান অতিথি রাকিব বলে মোবাইল এসোসিয়েশনের সদস্য নব মুসলিম মোঃ সুজন খুবি অসুস্থ, তার চিকিৎসার জন্য সকল সদস্যদের কে এগিয়ে আসার আহ্বান ব্যাখ্যা করেন,
এবং এমন আয়োজনের জন্য সংগঠনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
© Deshchitro 2024