|
Date: 2022-10-24 16:53:01 |
ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দেশের অন্যান্য এলাকার মতো মেহেরপুরেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। আকাশও মেঘাচ্ছন্ন রয়েছে। তবে কোথাও কোন বজ্রপাতের খবর পাওয়া যায় নি।
সোমবার (২৪ অক্টোবর), ভোর ৫ টার দিক থেকে জেলার সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার সকল এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করলেও জনজীবন স্বাভাবিক রয়েছে।
এদিকে টানা বৃষ্টি কারণে খেটে খাওয়া মানুষগুলো ঘরবন্দী সময় পার করছেন। ব্যবসা-বাণিজ্যে, নেই কোন কাস্টমার। দৈনিক কর্মে লিপ্ত থাকা শ্রমিকরা বিপাকে পড়েছেন। কর্মে যেতে পারেনি তারা। খুব বেশি জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাড়ির বাইরে বের হতে দেখা যায় নি। শহরের অধিকাংশ সড়ক ছিল জনশূন্য। দোকানপাটের অধিকাংশই সন্ধার দিকে বন্ধ করে বাড়ি ফেরেন। কেউ কেউ অপেক্ষায় রয়েছেন কখন বৃষ্টি থামবে।
গাংনী শহরের শফি মোহাম্মদ টাওয়ারের অয়ন ফ্যাশনের সত্ত্বাধিকার বলেন, সকাল থেকেই টানা বৃষ্টি অব্যাহত থাকায় ক্রেতা সাধারণের উপস্থিতি তেমন একটা নেই। বাজারও একেবারে জনশূন্য রয়েছে।
একই টাওয়ারের ভ্যারাইটি স্টোরের সত্ত্বাধিকার জানান, অন্যান্য দিনে কসমেটিকস কেনার ভীড় থাকলেও সারাদিন বৃষ্টি অব্যাহত থাকায় সোমবার ক্রেতা সাধারণের তেমন একটা উপস্থিতি টের পাওয়া যায়নি। সারাদিন বসে অলস সময় পার করেছি।
মেহেরপুর সদর থানা গেটের পাশে জনৈক চা বিক্রেতা জানান, সকাল থেকেই টিপটিপ বৃষ্টি এবং থেমে থেমে ঝড়ো ও ঠান্ডা হাওয়া বইছে। যেকারণে প্রতিদিনের নিয়মিত চা’পান খাওয়ার অনেকেই দোকানে আসেনি।
এদিকে ভোর থেকে মেহেরপুরে কতো মিঃ মিঃ বৃষ্টিপাত হয়েছে তার সুনির্দিষ্ট রেকর্ড করা সম্ভব না হলেও ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে শুরু হওয়া বৃষ্টিপাত এ রিপোর্ট লেখা পর্যন্ত অব্যাহত রয়েছে। সন্ধার পর থেকে বয়ে যাওয়া ঝড়ো ও দমকা হাওয়ায় তেমন একটা ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও এভাবে দমকা বইতে থাকলে কিছু গাছের ডালপালা ভাঙার সম্ভাবনা রয়েছে।
কৃষি বিভাগ সূত্র জানায়, ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে মেহেরপুরে যে বৃষ্টিপাত ও দমকা হাওয়া চলছে তাতে ফসলের তেমন একটা ক্ষতির সম্ভাবনা নেই। তবে রাতভর এভাবে চলতে থাকলে ধান ফসলের ক্ষয়ক্ষতির আশংকা রয়েছে। বিশেষ করে অতিরিক্ত বাতাস বইতে থাকলে ধানগাছ নুয়ে পড়ে ফলনের ঘাটতি দেখা দিতে পারে।
এদিকে ঝড়ো ও দমকা হাওয়া বইতে শুরু করলে রাতে গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।
© Deshchitro 2024