বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় আহত আসাদুল কাজী নামের এক ভুটভুটি চালককে আর্র্থিক অনুদান প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে সাদিক এগ্রো ইন্ডাষ্ট্রিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকিত বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান সাজু আহমেদ আদমদীঘি উপজেলার সুদিন গ্রামের ভুটভুটি চালক আসাদুল কাজীর বাড়িতে গিয়ে তাকে আর্থিক অনুদান প্রদান ও তার খোঁজ খবর নেন। এসময় উপস্থিত ছিলেন, সান্তাহার কারিগরি কলেজের সিনিয়র প্রভাষক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য আদমদীঘি উপজেলা পরিষদ চেয়ারমান পদপ্রার্থী তোফায়েল হোসেন লিটন, বেলাল কাজীসহ গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ। 

উল্লেখ্য : আদমদীঘি উপজেলার সুদিন গ্রামের খোরশেদ কাজীর ছেলে আসাদুল কাজী ভুটভুটি (নছিমন) চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়। তার একটি পা অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন। খবর পেয়ে এগ্রো ইন্ডাষ্ট্রিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকিত বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান সাজু আহমেদ তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024