|
Date: 2024-04-04 09:17:10 |
কক্সবাজারের গরীব, দুস্থ ও অসহায় ১২শ’ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের নির্দেশনায় এবং মেজর জেনারেল মোঃ মাসুদুর রহমানের তত্ত্বাবধানে ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া সদর দপ্তর কক্সবাজারের দায়িত্বপূর্ণ এলাকায় এ ঈদ উপহার বিতরণ করা হয়।
উপহার হিসেবে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি চিনি, ১ কেজি সয়াবিন তৈল, ১ কেজি ডাল, ২ কেজি আটা, ০.৫ কেজি লবন, ৩ কেজি আলু এবং ২ প্যাকেট সেমাই প্রদান করা হয়।
ঈদের আগে উপহার সামগ্রী পেয়ে এলাকার সাধারণ মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও আনন্দ প্রকাশ করেন।
© Deshchitro 2024