|
Date: 2024-04-04 09:17:47 |
রমজান মাস,এর ওপর চৈত্রের দাবদাহে মানুষের দুর্ভোগ সীমাহীন। সারা দেশের মতো কক্সবাজারে টানা কয়েকদিনের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।
বুধবার বিকেল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত তিন দিন ধরে জেলার ওপর দিয়ে শুস্ক তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে কক্সবাজার আবহাওয়া অফিস।
কক্সবাজার হাওয়া দপ্তরের আবহাওয়াবিদ মো: আব্দুল হান্নান বলেন,আজকের তাপমাত্রা ৩৩দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, গত তিন দিন ধরে জেলার ওপর দিয়ে শুষ্ক তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি মাসে জেলায় তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। তবে সহসাই বৃষ্টির সম্ভাবনা নেই।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ বা ১১ এপ্রিল মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদের সময় আবহাওয়া কেমন থাকবে, জানতে চাইলে তিনি আরও বলেন ঈদের সময় বড় কোন ঘূর্ণিঝড় কিংবা বৃষ্টিপাতে আশাংকা নাই।
চৈত্রের শেষের দিকে এই শুষ্ক তাপদাহে নানামুখী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে জনজীবনের। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। রিকশাচালক মোহাম্মদ হোসাইন বলেন, খুব গরম পড়ছে। ঠিকমতো রিকশা চালাতে কষ্ট হচ্ছে। তবুও পেটের দায়ে কাজ করছি।
তীব্র গরমের ফলে পানিশূন্যতা, হিটস্ট্রোক হতে পারে। এতে মৃত্যু ঝুঁকিও রয়েছে। গরমে ঘর থেকে অপ্রয়োজনীয় বের হওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. এইচ এম কাইসার বলেন, যদি কোন প্রয়োজনে বের হওয়া লাগে তাহলে ছাতা ব্যবহার করতে হবে এবং কাজকর্ম থাকলে ছায়ায় কাজ করতে হবে। এছাড়া নিয়ম অনুযায়ী পানি পান করতে হবে।
গরমে সেদ্ধ জীবনে বৃষ্টির জন্য মানুষ আকাশপানে তাকিয়ে থাকলেও দেখা নেই স্বস্তির বৃষ্টির। ঘরে বাইরে সবখানে থাকা কঠিন হয়ে পড়েছে সবার।
© Deshchitro 2024