|
Date: 2022-10-24 17:31:02 |
হবিগঞ্জ প্রতিনিধি।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় কতৃক বাস্তবায়নাধীন ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের জন্য নির্মিত ঘরের চাবি, কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে শীতকালীন সবজির বীজ বিতরণ, ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ৬ জনের মাঝে ভ্যানগাড়ি ও ৬ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন ২৪ অক্টোবর চুনারুঘাট উপজেলা সফর করেন। এসময় তিনি চুনারুঘাট উপজেলা পরিষদ সভাকক্ষে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তার সাথে মতবিনিময় করেন। এ অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের জন্য নির্মিত গৃহের চাবি হস্তান্তর,কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে শীতকালীন সবজির বীজ বিতরণ,১০ টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে চাবি হস্তান্তর,ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ৬ জনের মাঝে ভ্যানগাড়ি ও ৬ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভোমিক, সহকারী কমিশনার (ভূমি) আফিয়া আমিন পাপ্পা,জনপ্রতিণিধিসহ অন্যান্য সুধীজন।
© Deshchitro 2024