|
Date: 2022-10-24 17:34:40 |
রাজশাহী জেলার গোদাগাড়ীর ২ শীর্ষ মাদক ব্যবসায়ীকে পাবনায় হেরোইনসহ আটক করেছে র্যাব। ববিবার রাত ৮টা ৫০ মিনিটের সময় পাবনা সদর থানাধীন সাধুপাড়া চাঁদা খাঁর বাঁশ তলার মোড় দুর্নীতি দমন কমিশন অফিসের সামনে অভিযান চালিয়ে হেরোইনসহ তাদের আটক করেন।
আটককৃতরা হলেন গোদাগাড়ী উপজেলার দাঁত ঝিকড়া গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র মো. মামুনার রশিদ ফিটু কদম (৪২) ও সাগুয়ান এলাকার শীষ মোহাম্মদ শিশু পার এর ছেলে মো. শামসুল আলম (৪৩)। সম্পর্কে তারা মামা ভাগ্নে।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানাযায়, পাবনার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানাধীন সাধুপাড়া চাঁদা খাঁর বাঁশ তলার মোড়স্হ দুর্নীতি দমন কমিশন অফিসের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের মাদকসহ গ্রেফতার করে।
এসময় তাদের নিকট থেকে ২১২ গ্রাম অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য হেরোইন, মাদক বহনের কাজে ব্যবহৃত খড় বোঝাই ১টি ট্রলি , ২টি মোবাইল, ৪টি সিমকার্ড, নগদ ৭২০ টাকা উদ্ধার করে।
আটককৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দীর্ঘদিনের পরিচালিত এই মাদক ব্যবসার সত্যতা স্বীকার করেছেন। তারা বলেছেন, আমরা দীর্ঘদিন ধরে আমাদের এই অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন নিজেদের হেফাজতে রেখে পাবনা জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকি।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।
© Deshchitro 2024