
নাটোরের লালপুরে একটি বালু বোঝাই ড্রাম ট্রাকে অভিযান চালিয়ে এক কোটি বিশ লাখ টাকা মূল্যের এক কেজি ২৬০ গ্রাম হেরোইন ও ৪০০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলো, গাড়ীর মালিক নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার মঠখোলা গ্রামের মৃত ইদ্রিস ফকিরের ছেলে জয়নাল হোসেন (৪২), হেলাপার একই এলাকার ছাদত আলীর ছেলে শরিফ মিয়া (৩৩) ও মৃত আব্দুস সালাম মোল্লার ছেলে নাজির হোসেন।
মঙ্গলবার (৯ আগস্ট) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তি এতথ্য জানায় র্যাব। র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার গোপালপুরে একটি বালু বোঝাই ড্রাম ট্রাকে অভিযান চালানো হয়। এ সময় বালুর ভিতর অভিনব কায়দায় লুকানো এক কেজি ২৬০ গ্রাম হেরোইন ও ৪০০ বোতল ফেন্সিডিলসহ ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এছাড়া ড্রাম ট্রাক, নগদ ১৪ হাজার টাকা ও তিনটি মোবাইল জব্দ করা হয়।