আশাশুনির পল্লীতে বিদ্যুৎ স্পৃষ্টে এক যুবকের মৃত্যু
হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার প্রতাপনগর
ইউনিয়নের কল্যাণপুর গ্রামে।
জানাগেছে, উপজেলার
প্রতাপনগর ইউপির কল্যাণপুর গ্রামের মাঝের পাড়ার আবুল বাশারের ছেলে শাহারুল
সানা (৩০) পেশায় একজন শ্রমিক। শুক্রবার সকালে শাহারুল তার নিজের ঘরে
বিদ্যুৎ লাইনে কাজ করছিল। অসাবধানতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘরের মধ্যেই
তারে জড়িয়ে পড়েন। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আশাশুনির
থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, মৃত্যুর খবর জানার পর
ঘটনাস্থলে থানা পুলিশের একজন এসআই ঘটনা স্থলে পরিদর্শনে পাঠানো হয়। ঘটনার
সত্যতা পেয়ে লাশ দাফন করার অনুমোতি দেয়া হয়েছে। #