|
Date: 2024-04-05 17:22:58 |
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আশিদ্রোন মহিলা মাদ্রাসায় পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে ক্বিরআত প্রশিক্ষণ কোর্সের পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল শুক্রবার (৫ এপ্রিল) বাদ জুমা মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মালিক বাহুবলীর সভাপতিত্বে ও মুহাম্মদ মুজাহিদুল ইসলাম এর সঞ্চালনায় পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলে নসিহত ও দোয়া পরিচালনা করেন মাদরসার মুহতামিম মাওলানা আব্দুল মালিক।
অনুষ্ঠানে বক্তব্য দেন মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা কামরুল ইসলাম শেরপুরী, মাওলানা আব্দুল হক রাজন, মাওলানা সাইফুল ইসলাম, আল-আমীন ইসলামী যুব সংঘের সাধারণ সম্পাদক মুহাম্মদ শফিকুর রহমান, মুহাম্মদ হুমায়ুন কবির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ মুমিন আলী, মুহাম্মদ শাহিন আহমদ, মুহাম্মদ ফয়েজ উল্লাহ, মুহাম্মদ আব্দুল মালিক, মুহাম্মদ আব্দুল খালিক, মুহাম্মদ আব্দুল আহাদ, মুহাম্মদ আব্দুল জলিল, মুহাম্মদ সুমন আহমদ, মুহাম্মদ জামাল আহমদ, মুহাম্মদ শুয়েব আহমদসহ মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে মহিলা মাদ্রাসায় ২২ শতক জায়গা দান করেছেন বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ মুমিন আলী। এসময় তিনি আসহাবে বদরীন এর সদস্য হয়েছেন।
অনুষ্ঠানে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
© Deshchitro 2024