রাজশাহী দুর্গাপুরে আনসার ভিডিপির নিজ জমি ৩৯ বছর পর প্রভাবশালীর কব্জা থেকে আনসার ও  ভিডিপি নিজ সাইনবোর্ড টাঙ্গে দখলে নিয়েছে। 


সোমবার বিকাল ৩ টার দিকে দূর্গাপুর উপজেলা জয়নগর ইউনিয়নের বাজুখলসী গ্রামে বাজুখলসী আনসার ভিডিপি ও সমিতি নামে সাইনবোর্ড টাঙ্গে দখলে

নেয়।


জানা যায়,  ৩৯ বছর আগে দুর্গাপুর উপজেলা জয়নগর ইউনিয়নে বাজুখলসী গ্রামের মৃত মনজুরুল ইসলাম ৫ শতক জমি আনসার ও ভিডিপি ক্লাবের নামে দান করেন।

দুর্গাপুর উপজেলা আনসার ও ভিডিপি ক্লাব ও সমিতি স্হাপন ১৫- ১২- ১৯৮৩ সালে বাজুখলসী মৌজা দাগ নং সাবেক ১৬২৭ সিএ-৪৭২ হাল-৩৩১৬ আরএস খতিয়ান নং  হাল নং ৪৩৭ সিএ- ৪৭২ জেল নং ২১ জমির পরি মান ০৫ শতক বাজুখলসী আনসার ভিডিপি ও সমিতি  ক্লাবের সাইনবোর্ড টাঙ্গানোর সময়ে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ 

হামিদা খাতুন , টিআই মোছাঃ মর্জিনা খাতুন, উপজেলা আনসার ভিডিপি কমান্ডার মোঃ আক্কাস আলী, মোঃ ইদ্রিস আলী, উপজেলা আনসার ও ভিডিপি লিডার 

মোঃ আঃ রশিদ,৷ ৭ নং জয়নগর ইউনিয়ন আনসার ও ভিডিপি কমান্ডার জিয়াউর রহমান, শহিদুল ইসলামসহ বাজুখলসী আনসার ভিডিপি ও সমিতি সকল সদস্য উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024