|
Date: 2024-04-06 05:09:28 |
চট্টগ্রামের চন্দনাইশ সমিতির ইফতার মাহফিল বিশাল পরিসরে সম্পন্ন হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এই অনুষ্ঠান প্রতি বছর শহরের পরিবর্তে নিজ উপজেলায় আয়োজন করার দাবী জানান। ৫ এপ্রিল শুক্রবার চন্দনাইশ সমিতির সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে উপজেলাধীন কাসেম মাহবুবু উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলার অস্থায়ী চেয়ারম্যান অ্যাড. কামেলা খানম রুপা, নির্বাহী অফিসার মাহমুদা বেগম, ট্রাস্টি চেয়ারম্যান আবদুল কৈয়ুম চৌধুরী, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, জেলা পরিষদ সদস্য আবু আহমেদ চৌধুরী জুনু, উপজেলা আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মেয়র লোকমান হাকিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওবাইদুল ইসলাম।
সমিতির ট্রাস্টি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা ডা. শাহাদাত হোসেন, ডেটুটি সিভিল সার্জন আবদুল ওয়াজেদ অভি, অধ্যাপক ড. আবদুল গফুর, অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য, অধ্যাপক আজম খান, একরমা হোসেন, আবদুল মান্নান, এম.এ মাহবুবু চৌধুরী, কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, চেয়ারম্যান যথাক্রমে আবদুর রহিম, আমিনুল ইসলাম রোকন, খোরশেদ আলম টিটু, খোরশেদ বিন ঈসাক, আবদুল আলীম, জেসিকা গ্রæপের চেয়ারম্যান জসিম উদ্দীন আহমেদ, আ’লীগ নেতা মাহাবুবুর রহমান চৌধুরী, আফনানুল ইসলাম, তৌহিদুল ইসলাম, কবি অভিক ওসমান, মো. ইদ্রিস, হাফিজুর রহমান পারভেজ, সাংবাদিক জামশেদ চৌধুরী, আবু সাঈদ মুন্না, আবু ফয়েজ প্রমুখ।
উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকীর পরিচালনায় মিলাদ মাহফিল শেষে দোয়া মুনাজাতে ২০০৫ সালে প্রতিষ্ঠিতলগ্ন থেকে মানব সেবামূলক কর্মকান্ডে সহযোগিতাকারীগণ, চন্দনাইশ সমিতি চট্টগ্রাম সকল সদস্য ও দেশের জন্য কল্যাণ কামনা করা হয়।
© Deshchitro 2024